পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা তৃতীয় অধ্যায় - বৈপরীত্য ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ১ টি
৩. ৬. ১৮. যীশুর শেষ পানীয়ের বিবরণে বৈপরীত্য

মার্কের বক্তব্য থেকে বুঝা যায় যে, শাস্তিপ্রদানকারীরা ‘তাঁহাকে গন্ধরসে মেশানো মদ (wine mingled with myrth: কি. মো. আঙ্গুর রস) দিতে চাইল; কিন্তু তিনি তা গ্রহণ করলেন না।’ (মার্ক ১৫/২৩) অন্য তিন সুসমাচার থেকে জানা যায় যে, তারা তাঁকে ‘সিরকা’ (vinegar) প্রদান করে। মথি ও যোহন থেকে বুঝা যায় যে, তিনি সিরকা পান করেন (মথি ২৭/৩৪; লূক ২৩/৩৬; যোহন ১৯/২৩-৩০)। উল্লেখ্য যে,  ইংরেজিতে তিন স্থানেই ‘vinegar’ শব্দ ব্যবহার করা হয়েছে। কিন্তু বাংলায় এক স্থানে ‘দ্রাক্ষারস/আঙ্গুর-রস’, অন্যত্র ‘অম্লরস’ ও অন্যত্র ‘সিরকা’ লেখা হয়েছে।