পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা তৃতীয় অধ্যায় - বৈপরীত্য ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ১ টি
৩. ৫. ৩৮. কেউ জিজ্ঞাসা করেননি? নাকি করেছিলেন?

ইউহোন্না/ যোহন ১৬ অধ্যায়ে লেখেছেন যে, যীশু শিষ্যদেরকে শেষ উপদেশের মধ্যে বলেন: ‘‘কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন, তাঁর কাছে এখন যাচ্ছি, আর তোমাদের মধ্যে কেউ আমাকে জিজ্ঞাসা করে না, কোথায় যাচ্ছেন?’’ (ইউহোন্না ১৬/৫, মো.-১৩)

এর বিপরীতে ইউহোন্না ১৩ ও ১৪ অধ্যায়ে লেখেছেন যে, পিতর ও থোমা  তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, ‘প্রভু, আপনি কোথায় যাচ্ছেন?’: ‘‘আর আমি যেমন ইহুদীদেরকে বলেছিলাম। ‘আমি যেখানে যাচ্ছি, সেখানে তোমরা যেতে পার না,’ তেমনি তোমাদেরকেও এখন তা-ই বলছি। ... শিমোন পিতর তাঁকে বললেন, প্রভু আপনি কোথায় যাচ্ছেন? (১৩/৩৩, ৩৬) এরপর থোমা তাঁকে একই কথা জিজ্ঞাসা করেন: ‘‘আর আমি যেখানে যাচ্ছি, তোমরা তার পথ জান। থোমা তাঁকে বললেন, প্রভু, আপনি কোথায় যাচ্ছেন, তা আমরা জানি না, পথ কিসে জানবো?’’ (১৪/৪-৫, মো.-১৩)