প্রশ্ন-৬৮ : আসমা ওয়াস ছিফাত বা আল্লাহর নাম ও গুণাবলি সম্বন্ধীয় মাসআলায় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ বিরোধী শায়খের নিকট ইলম অর্জন করার হুকুম কী?

উত্তর : আকীদা ও ইলম উভয় দিক থেকে বিশুদ্ধ মানহাজের উপর অটল শিক্ষা চয়ন করাই উচিত। কিন্তু যদি এমন পাওয়া না যায় বরং এমন কাউকে পাওয়া যায় যিনি নাহু ছরফ অথবা আকীদার সাথে সম্পর্কহীন কোন বিষয়ে সুপণ্ডিত তাহলে তার নিকট উক্ত বিষয় শিক্ষা গ্রহণ করা দূষণীয় নয়। তবে ‘আকীদা শুধুমাত্র বিশুদ্ধ আকীদাবিদগণের নিকটই শিখতে হবে।