প্রশ্ন-৬৫ : যদি কারো নিকট হক না পৌঁছা অবস্থায় সে অজ্ঞতা বশতঃ ইবাদতের নিয়্যাতে কোন বিদআত করে তাহলে কি সে প্রতিদান পাবে? তার উক্ত আমল কি কবুল হবে?

উত্তর : তার কৃত আমল শারী‘আত স্বীকৃত না হওয়ায় সে কোন ছাওয়াব পাবে না। তবে জাহালত বা মূর্খতা বশতঃ বিদআত সংঘটিত হওয়ায় সে গুনাহগার হবে না (আল্লাহই সবচেয়ে বড় জ্ঞানী)।