প্রশ্ন-২২ : যদি কোন পত্রিকায় ভুল-ভ্রান্তি থাকে তাহলে কি আমরা তার প্রতিবাদ করতে পারবো? পারবো কি মানুষের নিকট বর্ণনা করতে?

উত্তর : পত্রিকার ভুল ভ্রান্তি এমনকি যে ভুল-ত্রুটিগুলো জনগণের সাথে সম্পৃক্ত তাও সংশোধন করার স্থান মাসজিদ নয়। কিন্তু যদি মাসজিদে অথবা খুতবায় বলে তাহলে নির্দিষ্টভাবে কোনো ব্যক্তির নাম উল্লেখ ছাড়াই এভাবে বলবে যে, লোকদের কি হলো তারা এমন এমন কাজ করছে। যেমনটি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতেন। এভাবে উল্লেখ করা উত্তম, এটা কল্যাণকর, বিশৃঙখলা সৃষ্টিকারী নয়।

পত্রিকার ভুল ভ্রান্তির ক্ষেত্রে উক্ত বিষয়ের উপর প্রতিবাদ লিপি লিখে পাঠিয়ে দিন। এভাবেই সমাধান/প্রতিকার হতে পারে।[1]

পক্ষান্তরে আপনি যদি পত্র-পত্রিকা জমা করে মাসজিদে বা খুতবায় উপস্থাপন করেন, মিম্বরের উপর পাঠ করেন। তাহলে তা যেন জনগণকে মন্দ পথসমূহ শিক্ষাদান, গর্হিত কাজের প্রসার ও সীমালঙ্ঘনকারীদের প্রচারণা করার নামান্তর।


[1]. এটাই দাঈদের জন্য এসকল ভুল-ত্রুটির ক্ষেত্রে এভাবে মতামত খণ্ডন ও পত্র যোগাযোগের মাধ্যমে সমাধান করাই সালাফে সালেহীনের মানহাজ। পত্র যোগাযোগ করা, গহির্ত কাজ সমূহের ব্যাপারে চুপ/নিরব থাকা উচিত নয়। শারীআ‘হকে এভাবে সাহায্য ও রক্ষা করা ওয়াজিব। আল্লাহই সর্বজ্ঞ।