১৮১. ঈদের দিন রাসূল (সা.) যে তাকবীর পড়তে পড়তে যেতেন সেটি কোন্ তাকবীর?

তাকবীরটি হলো: 

আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।

“আল্লাহ মহান, আল্লাহ অতি মহান, তিনি ছাড়া সত্যিকার আর কোন মাবুদ নেই। আল্লাহ মহান আল্লাহ মহান আর সমস্ত প্রশংসা শুধুমাত্র তাঁরই জন্য।”