১৬৭. ফিতরা হিসেবে কী ধরনের খাদ্যদ্রব্য দেওয়ার বিধান আছে?

গম, ভুট্টা, যব, খেজুর, কিসমিস, পনির, আটা, চাল ইত্যাদি খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিতে হবে। পক্ষান্তরে ফলমূল ও সবজি জাতীয় খাবার ফিতরা হিসেবে দেওয়া জায়েয হবে না।