১৫৮. রাসূল (সা.) কতবার ই'তিকাফ করেছেন?
প্রত্যেক রমযানেই তিনি শেষ দশ দিন ই'তিকাফ করতেন। কিন্তু জীবনের শেষ রমযানে তিনি ই'তিকাফ করেছিলেন ২০ দিন। এভাবে মৃত্যুর পূর্ব পর্যন্ত কোন বছরই তিনি ই'তিকাফ থেকে বিতর থাকেননি। (বুখারী)