১৫১. কী কী কারণে ইতিকাফ ভঙ্গ হয়ে যায়?

নিম্নবর্ণিত যেকোন একটি কাজ করলে ই'তিকাফ ভঙ্গ হয়ে যাবে।
১. স্বেচ্ছায় বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হলে
২. কোন শির্ক বা কুফরী কাজ করলে।
৩. পাগল বা বেঁহুশ হয়ে গেলে।
৪. নারীদের হায়েয-নিফাস শুরু হয়ে গেলে।
৫. স্ত্রী সহবাস বা যেকোন প্রকার যৌন সম্ভোগ করলে।