১১৬. অভ্যাসের কারণে যে মহিলা জানে যে, আগামীকাল থেকে তার মাসিক শুরু হবে সে রোযার নিয়ত করবে কি?

অবশ্যই রোযার নিয়ত করবে। যতক্ষণ পর্যন্ত রক্ত দেখতে না পাবে ততক্ষণ রোযা ভঙ্গ করবে না।