১১১. হায়েয ও নিফাস থেকে পবিত্র হওয়ার পর সালাত, রোযা কীভাবে কাযা করবে?
সালাত কাযা করতে হবে না। তবে এ কারণে যতটা রোযা ভঙ্গ হয়েছে ঠিক ততটা রোযাই আবার কাযা করতে হবে। আয়েশা (রা.) বলেছেন, “সিয়াম কাযা করতে আমাদেরকে আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু সালাত কাযা করতে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়নি।” (মুসলিম: ৩৩৫)