১০২. এক ব্যক্তি মুকীম অবস্থায় রোযা রাখল। অতঃপর দিনের বেলায় সফর শুরু করল। সে কী করবে?
ইচ্ছা করলে রোযা ভাঙ্গতে পারবে।