৯৫. মুসাফিরের রোযা ভঙ্গ করলে পরবর্তীকালে তা কাযা করবে কি না?
হ্যাঁ, কাযা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, “তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ কিংবা মুসাফির সে অন্য সময় এ সংখ্যা পূরণ করে (কাযা করে) নেবে।” (সূরা ২; বাকারা ১৮৪)