২৩. কী অবস্থায় কাদের উপর সিয়াম ফরয নয়?

নিম্নবর্ণিত দশ প্রকার মানুষের উপর সিয়াম পালন ফরয নয়, তারা হলো:

১. অমুসলিম।
২. অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ নাবালেগ।
৩. পাগল।
৪. এমন বৃদ্ধলোক যে ভালোমন্দ পার্থক্য করতে পারেনা।
৫. এমন বৃদ্ধ ব্যক্তি যে রোযা রাখতে সামর্থ নয় বা এমন রোগী যার রোগমুক্তির সম্ভাবনা নেই; এমন ব্যক্তিদের উপর ফিদইয়া দেওয়া ওয়াজিব।
৬. মুসাফির।
৭. রোগাক্রান্ত ব্যক্তি।
৮. ঋতুবতী মহিলা।
৯. গর্ভবতী ও দুগ্ধদানকারী নারী।
১০. দুর্ঘটনায় পতিত বা বিপদগ্রস্ত লোককে রক্ষাকারী ব্যক্তি।