এ বিষয়ে হাদীসে কোন বর্ণনা পাওয়া যায় না। তবে লাশের মাথা ইমামের ডান দিকে রাখাই উচিত। কেননা, কবরে এভাবেই রাখা হয়। উল্লেখ্য যে, জানাযা শুরু হওয়ার আগে বক্তব্য রাখা বা ওয়াজ নসীহত করাটা অনেকেই জায়েয মনে করেন না। কেননা, রাসূলুল্লাহ (সা.) এমনটা করতেন না।