নাসিরুদ্দীন আল-বানীর মতে, জানাযা জামা'আতে পড়া ওয়াজিব। যেমন পাঁচ ওয়াক্ত সালাত জামা'আতে আদায় করা ওয়াজিব। (আহকামুল জানায়িয, মাসআলা নং ৬২)। তবে ইমাম নববী বলেছেন, জামা'আতে পড়া সুন্নাত এবং একাকী পড়াও জায়েয। (আল মাজমু- ৫/৩১৪ পৃ.) রাসূলুল্লাহ (সা.) সর্বদা জামাআতেই জানাযার সালাত আদায় করেছেন।