১৫৪. মহিলাদের জুমুআয় শরীক হওয়া কি জায়েয আছে?

জুমুআয় অংশগ্রহণ মেয়েদের জন্য ফরয নয়। তবে কোন নিষেধও নেই। রাসূলুল্লাহ (সা.) এর যামানায় মুহাজির মহিলাগণ নবীজি (সা.)-এর সাথে জুমু'আর সালাত আদায় করতেন। জুমু'আয় শরীক হওয়ার মধ্যে মেয়েদের জন্য কল্যাণের ভাগই বেশি। কারণ দ্বীন শিক্ষার সুযোগ-সুবিধা মেয়েদের জন্য ততটুকু নেই যতটুকু পুরুষদের আছে। কলেজ-ইউনিভার্সিটির শিক্ষায় তারা অগ্রসর হলেও কুরআন ও হাদীসের শিক্ষায় তারা অনেক পেছনে। কমপক্ষে সাপ্তাহিক একটি খুৎবায় তারা ধর্মীয় নিরক্ষরতা অনেকটা কাটিয়ে উঠতে পারে। দ্বীনী ইলমের আলো তারা পেলে পারিবারিক জীবন আরো সুন্দর এবং ছেলে-মেয়েদেরকে দ্বীনী লাইনে মানুষ করার কাজ সহজ হবে। সে লক্ষ্যে নারীদের মসজিদে যাওয়ার সুযোগ করে দেওয়া ও মসজিদে তাদের জন্য আলাদা জায়গা রাখা কর্তৃপক্ষের জন্য একটি মহৎ কাজ হিসেবে বিবেচিত হবে এবং এ হিসেবে তারা সাওয়াবও পাবেন, ইনশাআল্লাহ। শুধু একটা শর্ত যে, মহিলারা পূর্ণ পর্দার সাথে মসজিদে গমনাগমন করবেন ।