২.২৫ জুমুআ তরককারীর শাস্তি - ১৩৭. জুমু'আ ফরয হওয়ার পরও ইচ্ছাকৃতভাবে জুমু'আ তরক করার শাস্তি কী?

রাসূলুল্লাহ (সা.) বলেছেন,
১. যারা জুমু'আ পড়তে আসে না, আমার ইচ্ছে হয় একজন লোককে নামায পড়াতে দিয়ে আমি তাদের ঘরে আগুন লাগিয়ে দেই। (মুসলিম: ৬৫২)।

২. জুমু'আ পরিত্যাগকারীদের হৃদয়ে আল্লাহ মোহর মেরে দেন। অতঃপর তারা গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যায়। (মুসলিম: ৮৬৫)।

৩. যে ব্যক্তি অলসতা করে পরপর তিন জুমু'আ আদায় করে না, আল্লাহ তাআলা (তাকে মুনাফিক হিসেবে) তার অন্তরে মোহর মেরে দেন। (আবু দাউদ: ১০৫২)

৪. যে ব্যক্তি পরপর তিনটি জুমু'আ ত্যাগ করল, সে অবশ্যই ইসলামকে নিজের পেছনে ফেলে দিল। (সহীহ তারগীব: ৭৩২)

৫. একবার জুমু'আর এক খুৎবায় রাসূলুল্লাহ (সা.) বলেন, সম্ভবত এমন লোকও আছে, যে মদীনা থেকে ৩ মাইল দূরে থাকে, অথচ সে সেখান থেকে এসে জুমু'আয় হাজির হয় না তার হৃদয়ে আল্লাহ মোহর মেরে দেন। (সহীহ তারগীব: ৭৩১)।

৬. যে ব্যক্তি বিনা উয়রে মুয়াযযিনের আযান শুনেও মসজিদে না এসে ঘরে নামায পড়ে, তার নামায কবুল হয় না (তিরমিযী: ২১৭, ইবনে মাজাহ: ৭৯৩)। উল্লেখ্য যে, এ বিধান সকল ফরয সালাতের ক্ষেত্রেই প্রযোজ্য।