শাখা-৪১. নিষিদ্ধ খেলাধুলা বর্জন করা

আল্লাহ সুবহানাহু তা'আলা বলেছেন,

قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ

হে নবী আপনি বলে দিন, আল্লাহর কাছে যা কিছু আছে তা খেলাধুলা ও ব্যবসা বাণিজ্যের চেয়ে অনেক ভালো।[১]

বুরাইদা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা.) বলেছেন,

من لعب بالنردشير فكأنما صبغ يده في لحم خنزير ودمه

যে ব্যক্তি পাশা (বা জুয়া) খেললো সে যেন তার হাত শূকরের মাংস ও রক্তে রাঙিয়ে নিল।[২]

[১]. সূরা আল জুমআ, আয়াত : ১১।

[২]. সহীহ মুসলিম, কবিতা অধ্যায় (হাদীস-৫৬৯৯)।