২৫। মৃত মু'মিনদের জন্য ক্ষমা এবং মুমিনদের থেকে হৃদয়কে দ্বেষমুক্ত রাখার উদ্দেশ্যে দুআঃ

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ

“রাব্বানাগফির লানা অলিইখওয়া-নিনাল্লাযীনা সাবাকুনা বিলঈমা-ন, অলা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আ-মানু, রাব্বানা ইন্নাকা রাউফুর রাহীম।”

অর্থঃ হে আমাদের প্রতিপালক! আমাদেরকে এবং ঈমানে অগ্রণী আমাদের ভ্রাতাদেরকে ক্ষমা কর এবং মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে হিংসা-বিদ্বেষ রেখাে না। হে আমাদের প্রতিপালক! তুমি তো দয়া, পরম দয়ালু। (হাশরঃ ১০)