১৪। বিধর্মীর অত্যাচারেঃ 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ
“রাব্বানাফ্তাহ বাইনানা অবাইনা ক্বাউমিনা বিলহাক্কি, অআন্তা খাইরুল ফাতিহীন।”
অর্থঃ হে আমাদের প্রতিপালক! আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ন্যায্যভাবে ফায়সালা করে দাও এবং তুমিই শ্রেষ্ঠ ফায়সালাকারী। (আ'রাফঃ ৮৯)।