৬ পরিজনকে নামাযী বানাতেঃ 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ
“রাব্বিজআলনী মুক্বীমাস স্বালা-তি অমিন যুররিয়্যাতি, রাব্বানা অতাক্বাব্বাল দুআ’।”
অর্থঃ হে আমার প্রতিপালক! আমাকে নামায প্রতিষ্ঠাকারী বানাও এবং আমার বংশধরদের মধ্য হতেও। হে আমাদের প্রতিপালক! আমার দুআ কবুল কর। (ইব্রাহীমঃ ৪০)