৩২৬. কোন মৃত ব্যক্তিকে কবরের দিকে নিয়ে যাওয়ার সময় যে কোন শরীয়ত বিরোধী কর্মকান্ডে লিপ্ত হওয়া

আব্দুল্লাহ্ বিন্ ’উমর (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন:

نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُتْبَعَ جِنَازَةٌ مَعَهَا رَانَّةٌ

‘‘রাসূল (সা.) কোন মৃত ব্যক্তিকে কবরের দিকে নিয়ে যাওয়ার সময় সঙ্গে কোন বিলাপকারিণী মহিলাকে নিতে নিষেধ করেছেন’’।[1]

>
[1] (ইবনু মাজাহ্, হাদীস ১৬০৫)