আবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

يُوْشِكُ الْفُرَاتُ أَنْ يَحْسِرَ عَنْ كَنْزٍ مِنْ ذَهَبٍ ، وَفِـيْ رِوَايَةٍ : جَبَلٍ مِنْ ذَهَبٍ ، فَمَنْ حَضَرَهُ فَلاَ يَأْخُذْ مِنْهُ شَيْئاً

‘‘অচিরেই ফুরাত নদীর তলদেশে স্বর্ণের খনি বা স্বর্ণের পাহাড় উদ্ভাসিত হবে। যে ব্যক্তি সেখানে উপস্থিত হবে সে যেন তা থেকে নিজের জন্য কিছুই সংগ্রহ না করে’’।[1]

[1] (বুখারী, হাদীস ৭১১৯ মুসলিম, হাদীস ২৮৯৪)