১২৫. কোন মুসলিম ভাইয়ের যে কোন জিনিসপত্র তার অনুমতি ছাড়াই নিজের জন্য নিয়ে নেওয়া ; যদিও তা হাস্যোচ্ছলেই হোক না কেন

ইয়াযীদ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

لاَ يَأْخُذَنَّ أَحَدُكُمْ مَتَاعَ أَخِيْهِ لاَعِبًا وَلاَ جَادًّا ، وَمَنْ أَخَذَ عَصَا أَخِيْهِ فَلْيَرُدَّهَا

‘‘তোমাদের কেউ যেন তার কোন মুসলিম ভাইয়ের জিনিসপত্র তার অনুমতি ছাড়া নিয়ে না নেয়। চাই তা হাস্যোচ্ছলেই হোক অথবা বাস্তবে। যে ব্যক্তি তার কোন মুসলিম ভাইয়ের একটি লাঠিও এভাবে নিয়ে নেয় সে যেন তা অতিসত্বর ফিরিয়ে দেয়’’।[1]

>
[1] (আবু দাউদ, হাদীস ৫০০৩ তিরমিযী, হাদীস ২১৬০)