১১৩. নিজ উরু খোলা রাখা কিংবা অন্য কোন জীবিত বা মৃতের উরুর দিকে তাকানো

’আলী (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

لاَ تَكْشِفْ فَخِذَكَ ، وَلاَ تَنْظُرْ إِلَى فَخِذِ حَيٍّ وَلاَ مَيِّتٍ

‘‘তুমি নিজ স্ত্রী ছাড়া অন্য কোন মানুষের সামনে নিজ উরু বা রান খোলো না। তেমনিভাবে তুমিও কোন জীবিত কিংবা মৃতের উরুর দিকে দৃষ্টিপাত করো না’’।[1]

>
[1] (আবু দাউদ, হাদীস ৪০১৪)