আবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

لاَ تَسُبُّوْا الرِّيْحَ ؛ فَإِنَّهَا مِنْ رَوْحِ اللهِ تَعَالَى ، تَأْتِيْ بِالرَّحْمَةِ وَالْعَذَابِ ، وَلَكِنْ سَلُوْا اللهَ مِنْ خَيْرِهَا ، وَتَعَوَّذُوْا بِاللهِ مِنْ شَرِّهَا

‘‘তোমরা বাতাসকে গালি দিও না। কারণ, তা মূলত আল্লাহ্ তা’আলার রহমত। তবে তা কখনো আল্লাহ্ তা’আলার রহমত নিয়ে আসে। আবার কখনো তাঁর আযাব। তাই তোমরা আল্লাহ্ তা’আলার নিকট উহার কল্যাণ কামনা করো এবং তাঁর নিকট উহার অকল্যাণ থেকে আশ্রয় চাও’’।[1]

[1] (স্বা’হীহুল-জা’মি’, হাদীস ৭৩১৬)