৭৬. কুর’আন ও সুন্নাহ্ প্রদর্শিত সঠিক পথ ছেড়ে অন্য যে কোন পথের অনুসরণ করা

আল্লাহ্ তা’আলা বলেন:

وَأَنَّ هَٰذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ ۖ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِهِ ۚ ذَٰلِكُمْ وَصَّاكُم بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ

‘‘আর নিশ্চয়ই এ পথই আমার সরল ও সঠিক পথ। সুতরাং তোমরা এ পথেরই অনুসরণ করবে। এ ছাড়া অন্য কোন পথের অনুসরণ করো না। তা না করলে তোমরা একদা তাঁর সঠিক পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ্ তা’আলা তোমাদেরকে এ নির্দেশ দিলেন যেন তোমরা সর্বদা এ ব্যাপারে সতর্ক থাকতে পারো’’। (আন্’আম : ১৫৩)