৪৩. খুত্ববা চলাকালীন কারোর সাথে কথা বলা

আবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

إِذَا قُلْتَ لِصَاحِبِكَ : أَنْصِتْ يَوْمَ الْـجُمُعَةِ وَالْإِمَامُ يَخْطُبُ فَقَدْ لَغَوْتَ

‘‘জুমু’আর দিন তুমি যদি তোমার সাথীকে বলোঃ চুপ থাকো; অথচ ইমাম সাহেব খুৎবা দিচ্ছেন তা হলে তুমি একটি অযথা কাজ করলে’’।[1]

[1] (বুখারী, হাদীস ৯৩৪ মুসলিম, হাদীস ৮৫১)