একত্রে মুসলিম অমুসলিম উভয়ই থাকলে কোন শব্দে সালাম দেওয়া যাবে? এ ক্ষেত্রে কি ‘আস- সালামু আলা মানিত্তাবাআলা হুদা’ বলে সালাম দিতে হবে?

এ ক্ষেত্রে মুসলিমদের উদ্দেশ্যে ‘আস সালামু আলাইকুম’ বলেই সালাম দিতে হবে। প্রশ্নে উক্ত বাক্য অমুসলিমদেরকে চিঠি লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। (ইবনে উসাইমিন)

কেউ কেউ বলেছেন, অমুসলিমদের কে সালাম দিতে ‘আস সালামু আলা মানিত্তাবাআল হুদা’ বা ‘আসসালামু আলাইনা অয়ালা ইবাদিল্লাহিস শ্বালিহিন ও ব্যবহার করা যায়।