আমরা পাঁচজন চাকুরীজীবী প্রত্যেক মাসে বেতন থেকে পাঁচ হাজার টাকা জমা করে পঁচিশ হাজার টাকা লটারির মাধ্যমে একজনকে দিই। পরের মাসেও একই নিয়ম করে পরপর পাঁচ মাসে পালা ফিরে। এতে এক সাথে পঁচিশ হাজার টাকা কোন কাজে লাগানো সহজ হয়। এতে শরয়ী বিধান কোন সমস্যা আছে কি?

এতে শরয়ী বিধানে কোন সমস্যা নেই। যেহেতু তাতে কম বেশি কেউ পায় না। দেরিতে হলেও ভাগ সমান পায়। সুতরাং পারস্পরিক সহযোগিতাপূর্ণ এমন সমিতি করা বৈধ। (ইবনে বাজ)