ব্যাংকিং সোর্স প্রয়োগ করা কি ঘুসের মতো?

ব্যাংকিং সোর্স প্রয়োগ করার ফলে যদি অন্যের হক নষ্ট করে নিজের জন্য আদায় করা হয়, তাহলে কোন যোগ্যতর লোককে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়, তাহলে তা হারাম। কিন্তু যদি তাতে কার হক নষ্ট না হয়, তাহলে তা বৈধ সুপারিশের পর্যায়ভুক্ত। (লাজনাহ দায়েমাহ)

আবু মুসা আশআরী (রাঃ) বলেন, যখন নবী (সঃ) এর নিকটে কোন ব্যক্তি প্রয়োজনে আসতো, তখন তিনি তার সঙ্গীদের দিকে মুখ ফিরিয়ে বলতেন , “(এর জন্য) তোমরা সুপারিশ কর, তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। আর আল্লাহ তায়ালা তার নবীর জবানে যা পছন্দ করেন, তা ফয়সালা করে দেন।” (বুখারি, মুসলিম)