-
ঢাকা
সাহরীর শেষ সময়: ভোর ৫:২২১১ই শাবান, ১৪৪৭ হিজরী(সন্ধ্যা ৫:৪৫ এর পর হিজরী তারিখ পরিবর্তন হবে!)১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ৩১শে জানুয়ারি, ২০২৬ ইং
ইফতার [সূর্যাস্ত]: সন্ধ্যা ৫:৪৫ -
🌅 ফজর
ভোর:
৫:২২
- ☀️ যোহর দুপুর: ১২:১২
- 🌇 আছর বিকাল: ৩:২২
- 🌄 মাগরিব সন্ধ্যা: ৫:৪৫
- 🌔 এশা রাত: ৭:০২
- 🌤️ সূর্যোদয় সকাল: ৬:৩৯
সুরাঃ ইউসুফ, আয়াতঃ ৫৯
(১) ভাইদের কাছে সব বিবরণ জানার পর তার মনে এরূপ আকাঙ্খার উদয় হওয়া স্বাভাবিক যে, তারা পুনর্বার আসুক। এজন্যে একটি প্রকাশ্য ব্যবস্থা গ্রহণ করে তিনি স্বয়ং ভাইদেরকে বললেন, তোমরা যখন পুনর্বার আসবে, তখন তোমাদের সে ভাইকেও সঙ্গে নিয়ে এসো। তোমরা দেখতেই পাচ্ছ যে, আমি কিভাবে পুরোপুরি খাদ্যশস্য প্রদান করি এবং কিভাবে অতিথি আপ্যায়ন করি। এরপর একটি সাবধান বাণীও শুনিয়ে দিলেন, তোমরা যদি ভা...
গ্রন্থঃ সহীহ বুখারী (ইসলামিক ফাউন্ডেশন), হাদিস নম্বরঃ ৩৬২২
৩৬২২। মাতার ইবনু ফাযল (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবুওয়াত দেওয়া হয় চল্লিশ বছর বয়সে, এরপর তিনি তেরো বছর মক্কায় অবস্থান করেন। এ সময় তাঁর প্রতি ওহী নাযিল হচ্ছিল। তারপর হিজরতের নির্দেশ পান। এবং হিজরতের পর দশ বছর (মদিনায়) অবস্থান করেন। আর তিনি তেষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন।
বাংলা হাদিসের সমস্ত কন্টেন্ট সকলের জন্য উন্মুক্ত, বিশেষত যারা দাওয়াতি কাজ করেন (যেমন: ফেসবুক, ইউটিউব, ব্লগ, আর্টিকেল ইত্যাদি)। কপি-পেস্ট করা যেতে পারে, চাইলে সোর্স উল্লেখ করেও বা ছাড়াও। তবে, আমরা আশা করি আপনারা আমাদের সোর্স উল্লেখ করবেন, কারণ এটি অন্যদের জানার সুযোগ দেবে এবং দাওয়াতি কাজে আগ্রহী হতে উৎসাহিত করবে।
তবে, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপ আমাদের কন্টেন্ট সম্পূর্ণ বা আংশিক পরিবর্তন/পরিবর্ধন করে **নিজ নামে** ব্লগ, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, কম্পিউটার সফটওয়্যার বা বই প্রিন্ট করতে পারবেন না। ভবিষ্যতে, ইন-শা-আল্লাহ, একটি API সার্ভারের মাধ্যমে সকলের জন্য ডাটা শেয়ার করার পরিকল্পনা রয়েছে।
আমরা ইতোমধ্যে লক্ষ্য করেছি যে অনেকেই আমাদের কন্টেন্ট হুবহু বা আংশিক পরিবর্তন করে বিভিন্ন মোবাইল অ্যাপ, ওয়েবসাইট বা কম্পিউটার সফটওয়্যার তৈরি করেছেন। দুর্ভাগ্যবশত, এসবের অধিকাংশতেই হারাম বিজ্ঞাপন সংযুক্ত করা হয়েছে, যা শুধুমাত্র অর্থ উপার্জনের উদ্দেশ্যে করা হয়েছে এবং এটি সম্পূর্ণরূপে **নিষিদ্ধ**।