Donate Now
কীবোর্ড সিলেক্টরঃ ফনেটিক বিজয় ইউনিজয়   ইংরেজী
হাদিস প্রশ্নোত্তর/দু'আ/গ্রন্থ প্রশ্নোত্তর (বাংলা হাদিস) গুগল হুবুহু সার্চ
 
 
Donate Now!
Google Play

Google App Google Play

প্রশ্নঃ

1) বিতির সালাতে কুনুত পড়া কতটুকু জরুরী? না পড়লে কি হবে?
2) বিতির সালাতে কুনুত পড়ার সময় হাত তুলে দোয়া করা কি জরুরী? হাত না তুলেও কি কুনুত পড়া যায়?

উত্তরঃ

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আপনার প্রশ্নের প্রেক্ষিতে জবাব নিম্নরূপঃ

১) অনেকে মনে করে বিতর মানেই কুনূত, কিন্তু তা ঠিক নয়। কুনূত এক বিষয় বিতর অন্য বিষয়। তবে বিতর নামাযে দু’আ কুনূত পাঠ করা যায়। কিন্তু তা পাঠ করা আবশ্যক নয়।

২)  হ্যাঁ, সুন্নাত হচ্ছে দু’আ কুনূত পাঠ করার সময় হাত উত্তোলন করা। কেননা মুসলমানদের উপর কোন বিপদ এলে নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ফরয নামাযে কুনূত পাঠ করার সময় এরূপ করেছিলেন। অনুরূপভাবে ছহীহ্‌ভাবে প্রমাণিত হয়েছে আমীরুল মু’মেনীন উমার বিন খাত্তাব (রাঃ) বিতরের কুনূতে হাত উত্তোলন করেছেন। তিনি খোলাফা রাশেদার মধ্যে অন্যতম। যাদের অনুসরণ করার জন্য আমাদেরকে আদেশ করা হয়েছে।

অতএব বিতর নামাযে কুনূতের সময় হাত উত্তোলন করা সুন্নাত। চাই সে ইমাম হোক বা মুক্তাদী বা একাকী। যখনই কুনূত পড়বে হাত উত্তোলন করবে।
 


তথ্যসুত্রঃ ফতওয়া আরকানুল ইসলাম (প্রশ্ন নং-২৭৫,২৭৭ অবলম্বনে)

 
Type the characters you see in the picture below.