Donate Now
কীবোর্ড সিলেক্টরঃ ফনেটিক বিজয় ইউনিজয়   ইংরেজী
হাদিস প্রশ্নোত্তর/দু'আ/গ্রন্থ প্রশ্নোত্তর (বাংলা হাদিস) গুগল হুবুহু সার্চ
 
 
Donate Now!
Google Play

Google App Google Play

প্রশ্নঃ

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ....

ফাতওয়া আরকানুল ইসলাম"  বইয়ে  পৃষ্ঠা  ৮০  তে একটা ভুল পেলাম , সূয ঘুরে না পৃথিবী  ...???  উওর দেওয়া হয়েছে পৃথিবী ঘুরেনা ৷ এটাতো ভূল ৷ দয়া করে শংষোধন করবেন , না হলে সবাই না জেনে ভুল বুঝবে ৷

উত্তরঃ

ওয়ালাইকুম আস সালাম। আসলে বিজ্ঞানীরা বলেছে যে পৃথিবী ঘুরে আর এই কারনেই আমরা বিশ্বাস করি যে পৃথিবী ঘুরে, কিন্তু কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমরা দেখতে পায় যে পৃথিবী ঘুরে এমন কোন প্রমান নেই বরং পৃথিবী স্থির এটাই প্রমান করে।

বস্তুত আল্লাহ্‌তালার বিশাল এই সৃষ্টি সম্পর্কে বিজ্ঞানীরা বেশীরভাগ ক্ষেত্রেই অনুমানের উপর ভিত্তি করে কথা বলে এবং আমরা সেগুলি বিশ্বাস করে থাকি এবং দেখা যায় এক সময় বিজ্ঞানীরা যা বলেছিল সেগুলি ছিল ভুল। যেমন ধরুন আমরা বিশ্বাস করতাম যে মানুষ চাঁদে  গেছে, কিন্তু এখন দেখা গেছে যে মানুষ আসলে চাঁদে যায় নি, চাঁদে যাওয়া নিয়ে আমরা যা জেনেছি সেগুলি সবই ছিল মিথ্যা এবং বানানো ভিডিও।

ইসলামী ব্যাখায় এটাই প্রতীয়মান হয় যে পৃথিবী স্থির এবং সূর্য এবং চাঁদ চলমান।

 
Type the characters you see in the picture below.