Donate Now
কীবোর্ড সিলেক্টরঃ ফনেটিক বিজয় ইউনিজয়   ইংরেজী
হাদিস প্রশ্নোত্তর/দু'আ/গ্রন্থ প্রশ্নোত্তর (বাংলা হাদিস) গুগল হুবুহু সার্চ
 
 
Donate Now!
Google Play

Google App Google Play

প্রশ্নঃ

জিনদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে ? তাদের দেওয়া খাবার খওয়া যাবে ??

 

উত্তরঃ

বিসমিল্লাহির রাহমানির রাহীম।

কতক মানুষের সামনে জিন প্রকাশিত হয়। মানুষের মতই জিনদের মধ্যে ভালখারাপ রয়েছে। রয়েছে মুমিন ও কাফের। জিনদের কতক মানুষের সাথে সাক্ষাত করে,  কথাও বলে। এটি প্রমাণিত। তবে অধিকাংশ ক্ষেত্রেই জিনদেরকে দেখা যায়না। জিনদের সাথে মানুষের সাক্ষাত করার বিষয়টি অভিজ্ঞতার আলোকে প্রমাণিত। মরুভূমিতে ও ঘরবাড়িতে জিন মানুষের সাথে দেখা দেয়, কথা বলে। আলেমগণ এ রকম অনেক ঘটনা বর্ণনা করেছেন। অনেক জিন ইলমী মজলিসে উপস্থিত হয়। তারা আলেমদেরকে দ্বীনি মাসআলা জিজ্ঞেস করে। জিনদের মধ্যে যারা ভাল তারা মুমিন লোকদের বন্ধু। আমরাও মুমিন জিনদেরকে আল্লাহর বান্দা হিসাবে ভালবাসি।  দুষ্ট জিনেরা মানুষকে ভয়ও দেখায়।

প্রশ্নকারী কোন্ ধরণের বন্ধুত্বের কথা জিজ্ঞেস করছেন, তা আমার কাছে সুস্পষ্ট নয়। মুমিন জিনরা এমনিতেই আমাদের বন্ধু। মানুষের মধ্যে যারা মমিন তারাও মুমিন জিনদের বন্ধু। বন্ধুত্ব রাখা বা না রাখার প্রশ্ন আসছে কেন?  

সহীহ হাদীছে উল্লেখিত হয়েছে যে, গোবর ও হাড্ডী জিনদের খাদ্য। সুতরাং মানুষের জন্য এগুলো খাওয়া জায়েয নেই। (আল্লাহই ভাল জানেন)  

 

 
Type the characters you see in the picture below.