Donate Now
কীবোর্ড সিলেক্টরঃ ফনেটিক বিজয় ইউনিজয়   ইংরেজী
হাদিস প্রশ্নোত্তর/দু'আ/গ্রন্থ প্রশ্নোত্তর (বাংলা হাদিস) গুগল হুবুহু সার্চ
 
 
Donate Now!
Google Play

Google App Google Play

প্রশ্নঃ

আস-সালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহে বারাকাতুহু । রুকু থেকে ওঠার সময় দুয়া কি আস্তে আস্তে না জোরে জোরে পড়া উচিত ?

উত্তরঃ

বিসমিল্লাহির রাহামানির রাহিম।
রুকু থেকে উঠার সময় দু'আ আস্তে আস্তে পড়াই উচিৎ বলেই আমরা মনে করি, যদিও কিছু হাদিসে দেখা যায় যে কোন একজন সাহাবা রাব্বানা ওয়া লাকাল হামদ, বলার পর হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহ  নিজে থেকেই পড়েছেন এবং একটু উচ্চস্বরে পড়েছেন এবং এর কারনে রাসুল (সাঃ) তা শুনতে পেরেছিলেন আর এই কারনেই তিনি জিজ্ঞাসা করেছিলেন কে এই দু'আ পড়েছে।

আমরা যেটা মনে করি যে এই দু'আ আস্তে পড়াই উত্তম নতুবা আপনার পাশে যিনি বা যারা সালাত আদায় করছেন এর কারনে তাদের মনোযোগের বিঘ্ন ঘটতে পারে যা কাম্য নয়।

আল্লাহই ভালো জানেন।

 
Type the characters you see in the picture below.