Donate Now
কীবোর্ড সিলেক্টরঃ ফনেটিক বিজয় ইউনিজয়   ইংরেজী
হাদিস প্রশ্নোত্তর/দু'আ/গ্রন্থ প্রশ্নোত্তর (বাংলা হাদিস) গুগল হুবুহু সার্চ
 
 
Donate Now!
Google Play

Google App Google Play

প্রশ্নঃ

আসসালামু ওলাইকুম, আমি জুম্মার নামাজ পদ্ধতি জানতে চাই, 

উত্তরঃ

ওয়া আলায়কুম আস-সালাম ওয়া-রহমাতুল্লাহ।

বিসমিল্লাহ ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা-রসূলিল্লাহ, ওয়া বা'দ

জুমু'আর সালাত প্রত্যেক বালিগ ও আক্বিল [শারিরীক ও মানসিকভাবে পরিপক্ক] মুসলিম পুরুষের উপর ফরজ।

এই সালাত আদায় করতে হয় জামে মসজিদে। অথবা যেখানে মুসলিমদের পক্ষে সমবেত হওয়া সম্ভব এমন স্থানে।

জুমু'আর দিন আপনি গোসল করবেন, ফরজ গোসলের ন্যায় ঘুম থেকে জেগে ফজরের সালাতের আগেই, যদি সম্ভব হয়। এটি সুন্নত। আপনার সর্বোত্তম পোশাক পরিধান করবেন, খুশবু লাগাবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব মসজিদে এসে উপস্থিত হবার চেষ্টা করবেন। ইমাম খুতবাহ দেবার জন্য মিম্বরে আরোহন করার পূর্বেই মসজিদে আসবেন। যথাসম্ভব ইমামের কাছাকাছি গিয়ে বসবেন। তবে বসার আগে কমপক্ষে দু'রাকাত সুন্নত আদায় করবেন। সামনের সারিতে ইমামের নিকটবর্তী হয়ে বসার চেষ্টা করবেন। তবে কোন মুসলিমের ঘাড় টপকে সামনে বাড়বেন না।

ইমাম খুতবাহ দিতে শুরু করলে মনযোগ লাগিয়ে শুনবেন; আপনি বুঝেন বা না বুঝেন। খুতবাহ চলাকালীন সময়ে কোন কথা বলবেন না। মাটিতে [কাঁকড়ে] হাত লাগাবেন না - জায়নামাজ় বা কার্পেটের সুতা খুটবেন না। কেউ কথা বললে তাকে নিষেধ করতেও পারবেন না; কারণ নিষেধ করাও এক ধরণের কথা বলা। কেউ সালাম দিলে জবাব দেবেন না। ফোন রিং হলে রেস্পন্স করবেন না; তবে ফোনের রিঙ্গার অফ করে দেবেন। দুই খুতবার মাঝখানে ইমাম সাহেব যখন বসেন তখন সংক্ষিপ্ত হলেও দু'আ করবেন, বিশেষ করে মাগফিরাতের দু'আ।  ইমাম দ্বিতীয় খুতবায় যখন দু'আ করেন তখন চুপে চুপে আমীন বলে দু'আয় শরীক হবেন।

খুতবাহ শেষে ইমামের নেতৃত্বে জুমু'আর দু'রাকাত ফরজ সালাত আদায় করবেন। ফরজ সালাত শেষে আপনার সালাতের জায়গা থেকে সরে গিয়ে আরো দুই বা চার রাকাআত সুন্নত আদায় করবেন। সুন্নতের আগে কোন কথা বলে থাকলে ফরজের জায়গায় দাঁড়িয়েই সুন্নত পড়তে পারবেন।

এভাবেই আপনার জুমু'আর সালাত আদায় শেষ করবেন।

বারাকাল্লাহু ফীক।

 
Type the characters you see in the picture below.