Donate Now
কীবোর্ড সিলেক্টরঃ ফনেটিক বিজয় ইউনিজয়   ইংরেজী
হাদিস প্রশ্নোত্তর/দু'আ/গ্রন্থ প্রশ্নোত্তর (বাংলা হাদিস) গুগল হুবুহু সার্চ
 
 
Donate Now!
Google Play

Google App Google Play

প্রশ্নঃ

কবর জিয়ারতের সঠিক পদ্ধতি কি? আমাদের এখানে সম্মলিত দোয়া হয় এবং পরে সবাইকে হালুয়া রুটি দেয় এটা কি ঠিক জানাবেন ।

 

উত্তরঃ

বিসমিল্লাহ ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা রসূলিল্লাহ।

কবর জিয়ারতের সঠিক পদ্ধতি হচ্ছে আপনি কবরস্থানে গিয়ে কবরবাসীর প্রতি সালাম জ্ঞাপন করবেন এবং তাদের মাগফিরাতের জন্য দু'আ করবেন। সেই দু'আয় আপনি হাত উঠাতে পারেন। তবে কবর মুখী হয়ে দু'আ করবেন না। দু'আ করবেন ক্বিবলামূখী হয়ে। আপনি বলবেন, "আসসালামু আলায়কুম আহলআদ-দিয়ারি মিনাল মু'মিনীনা ওয়াল মুসলিমীন।  ওয়া ইন্না ইন-শা-আল্লাহু বিকুম লাহীক্বূন।  আস-আলুল্লাহা লানা ওয়া লাকুম আল-আফিয়াহ।"

কবর জিয়ারত করতে গিয়ে সম্মিলিতভাবে দু'আ করার প্রয়োজন নেই। আর সবাইকে হালুয়া-রুটি খাওয়ানো সুন্নত নয়। তবে কেউ যদি কবরবাসীর সওয়াবের জন্য মিসকীনদেরকে খাবার দান করে সেটা ভিন্ন কথা। আর তাও জিয়ারত শেষে করতে হবে না।

আল্লাহুল-মুস্তা'আন।

 
Type the characters you see in the picture below.