হজ উমরা ও যিয়ারত ইসলামহাউজ.কম ১২ টি অধ্যায় ১৮২ টি অনুচ্ছেদ সম্পূর্ণ বইটি একসাথে পড়ুন
অধ্যায় ও অনুচ্ছেদ তালিকা
হজের সফর অনুচ্ছেদ ১ টি সফরের দো‘আ প্রথম অধ্যায় : হজ-উমরা কী, কেন ও কখন অনুচ্ছেদ ১১ টি হজ-উমরার বিধি-নিষেধ জানা ওয়াজিব কেন হজ-উমরার সংজ্ঞা হজের বিধান হজের ফরয-ওয়াজিব উমরার বিধান উমরার ফরয-ওয়াজিব চয়নিকা হজ ফরয ও উমরা ওয়াজিব হওয়ার শর্তসমূহ হজ ও উমরার ফযীলত হজের প্রকারভেদ বদলী হজ দ্বিতীয় অধ্যায় : হজের সময় দো‘আ করার সুযোগ অনুচ্ছেদ ৫ টি যিলহজ মাসের প্রথম দশদিনের ফযীলত দো‘আ : হজ-উমরার প্রাণ যেসব কারণে দো‘আ কবুল হয় না যেসব সময় ও অবস্থায় দো‘আ কবুল হয় মাবরূর হজ তৃতীয় অধ্যায় : ইহরাম, হজ-উমরার শুরু অনুচ্ছেদ ১৭ টি ইহরামের সংজ্ঞা ইহরামের বিধান ইহরামের মীকাত কালবিষয়ক মীকাত সম্পর্কে কিছু বিধান ও সতর্কিকরণ দ্বিতীয় : মীকাতে মাকানী বা স্থানবিষয়ক মীকাত স্থানবিষয়ক মীকাত সম্পর্কে কিছু বিধান ও সতর্কিকরণ ইহরামের সুন্নতসমূহ তালবিয়ার বর্ণনা তালবিয়া পড়ার নিয়ম তালবিয়ার পাঠের ফযীলত ইহরাম অবস্থায় নিষিদ্ধ বিষয়সমূহ পুরুষের জন্য নিষিদ্ধ আরো দু’টি বিষয় রয়েছে মহিলাদের জন্য নিষিদ্ধ বিষয়গুলো ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজে কখন গুনাহ হবে আর কখন হবে না ইহরাম অবস্থায় যেসব কাজের অনুমতি রয়েছে চয়নিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাথে সাহাবায়ে কিরাম যেভাবে হজ-উমরা করেছেন ** চতুর্থ অধ্যায় : নবীজী ও তাঁর সাহাবীগণের হজ-উমরা অনুচ্ছেদ ১৯ টি সাফা ও মারওয়ায় অবস্থান হজকে উমরাতে পরিণত করার আদেশ বাতহা নামক জায়গায় অবস্থান হজকে উমরায় পরিণত করতে রাসূল্লাল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহবান সাহাবীগণের সাড়া রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মত ইহরাম বেঁধে ইয়ামান থেকে আলী রা.-এর আগমন ৮ যিলহজ ইহরাম বেঁধে মিনা যাত্রা আরাফায় যাত্রা ও নামিরাতে অবস্থান আরাফার ভাষণ দুই ওয়াক্ত সালাত একসাথে আদায় ও আরাফায় অবস্থান আরাফা থেকে প্রস্থান মুযদালিফায় দুই সালাত একসাথে আদায় এবং সেখানে রাত্রি যাপন মাশ‘আরে হারাম তথা মুযদালিফায় অবস্থান জামরাতে কঙ্কর নিক্ষেপের উদ্দেশ্যে মুযদালিফা থেকে রওয়ানা বড় জামরায় কঙ্কর নিক্ষেপ পশু যবেহ ও মাথা মুণ্ডণ ১০ যিলহজের আমলসমূহে ধারাবাহিকতা রক্ষা না হলে অসুবিধা নাই ইয়াউমুন-নহর তথা ১০ তারিখের ভাষণ তাওয়াফে ইফাযা তথা বায়তুল্লাহর ফরয তাওয়াফ আদায় হজের পর আয়েশা রা. এর উমরা পালন পঞ্চম অধ্যায় : উমরা অনুচ্ছেদ ২১ টি উমরার পরিচয় ইহরামের আগে ও পরে হজ-উমরাকারীরা যেসব ভুল করে থাকেন দ্বিতীয়. মক্কায় প্রবেশ মক্কা নগরীর মর্যাদা মক্কা নগরীতে যেসব কাজ নিষিদ্ধ মক্কায় প্রবেশের সময় হাজীগণ যেসব ভুল করেন তৃতীয়. মসজিদে হারামে প্রবেশ মসজিদে হারামে প্রবেশের সময় হাজী সাহেব যেসব ভুল করেন চতুর্থ. বাইতুল্লাহ্‌র তাওয়াফ সঠিকভাবে তাওয়াফ করতে নিচের কথাগুলো অনুসরণ করুন যমযমের পানির ফযীলত যমযমের পানি পান করার আদব সঠিকভাবে তাওয়াফ করতে নিচের কথাগুলো অনুসরণ করুন - বাকি অংশ তাওয়াফের কিছু ভুল-ত্রুটি পঞ্চম. সাঈ সাঈ সংক্রান্ত জ্ঞাতব্য হজ ও উমরাকারিরা সাঈতে যেসব ভুল করেন ষষ্ঠ. মাথার চুল ছোট বা মুণ্ডন করা হজ-উমরাকারিগণ চুল ছোট বা মাথা মুণ্ডন করতে গিয়ে যেসব ভুল করেন উমরা সংক্রান্ত কিছু মাসআলা হজের সফরে একাধিক উমরা ষষ্ঠ অধ্যায় : হজের মূল পর্ব অনুচ্ছেদ ৪৫ টি ৮ যিলহজ : (তারবিয়া দিবস) মক্কা থেকে মিনায় গমন মিনা যাবার আগে বা পরে হাজীগণ যেসব ভুল করেন চয়নিকা ৯ যিলহজ : আরাফা দিবস - আরাফা দিবসের ফযীলত আরাফায় গমন ও অবস্থান আরাফায় অবস্থান সংক্রান্ত কিছু মাসআলা মুযদালিফায় রাত যাপন মুযদালিফায় উকূফের হুকুম মুযদালিফা সংক্রান্ত কিছু মাসআলা যিলহজের দশম দিবস - দশম দিবসের ফযীলত দশম দিবসের ফজর ১০ যিলহজের অন্যান্য আমল ১. প্রথম আমল : জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ কঙ্কর নিক্ষেপের সময়সীমা দুর্বল ও মহিলাদের কঙ্কর নিক্ষেপ কঙ্কর নিক্ষেপের পদ্ধতি কঙ্কর নিক্ষেপ সংক্রান্ত কিছু মাসআলা ২. দ্বিতীয় আমল : হাদী তথা পশু যবেহ করা হাদী যবেহ বা কুরবানী করার ফযীলত হাদী বা কুরবানীর পশু সংক্রান্ত দিক-নির্দেশনা হাদী ছাড়াও অতিরিক্ত কুরবানী করার বিধান অজানা ভুলের জন্য দম দেয়ার বিধান ৩. তৃতীয় আমল : মাথা মুণ্ডন বা চুল ছোট করা মাথা মুণ্ডনের ফযীলত মাথা মুণ্ডন অথবা চুল ছোট করার পদ্ধতি মাথা মুণ্ডন বা চুল ছোট করার সুন্নত পদ্ধতি মাথা মুণ্ডন সংক্রান্ত কিছু মাসআলা ৪. চতুর্থ আমল : তাওয়াফে ইফাযা এবং হজের সা‘ঈ তাওয়াফে ইফাযার নিয়ম ঋতুবতী মহিলার তাওয়াফে ইফাযা তাওয়াফে ইফাযার ক্ষেত্রে কিছু দিক-নির্দেশনা চারটি আমলে ধারাবাহিকতা রক্ষার বিধান ইহরাম থেকে হালাল হওয়ার প্রক্রিয়া ১০ যিলহজের আরো কিছু আমল মিনায় রাত যাপনের বিধান রাত্রি যাপনের ক্ষেত্রে যেসব ভুল-ত্রুটি হয়ে থাকে আইয়ামুত-তাশরীক তথা ১১, ১২ ও ১৩ তারিখ / আইয়ামুত-তাশরীকের ফযীলত আইয়ামুত-তাশরীক বা তাশরীকের দিনগুলোতে করণীয় ১১ যিলহজের আমল ১২ যিলহজের আমল মুতা‘আজ্জেল হাজী সাহেবদের করণীয় (মুতা‘আজ্জেল বা দ্রুতপ্রস্থানকারী) মুতা’আখখের হাজী সাহেবদের জন্য ১৩ যিলহজের করণীয় (মুতাআখখের বা ধীরপ্রস্থানকারী) ১১, ১২ বা ১৩ তারিখে পাথর মারা সংক্রান্ত কিছু ভুল-ত্রুটি বিদায়ী তাওয়াফ হজের পরিসমাপ্তি সপ্তম অধ্যায় : মদীনা সফর অনুচ্ছেদ ১০ টি মদীনার যিয়ারত মদীনা যিয়ারতের সুন্নত তরীকা মদীনার সীমানা মদীনার ফযীলত মসজিদে নববীর ফযীলত মসজিদে নববীতে প্রবেশের আদব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীদ্বয়ের কবর যিয়ারত কবর যিয়ারতে যেসব কাজ নিষিদ্ধ মদীনায় যেসব জায়গা যিয়ারত করা সুন্নত মদীনা মুনাওওয়ারা সংক্রান্ত কিছু বিদআত অষ্টম অধ্যায় : হজ-উমরার আমলসমূহের সংক্ষিপ্ত ইতিহাস অনুচ্ছেদ ৭ টি বাইতুল্লাহ্‌র তাওয়াফ রমল ও ইযতিবা যমযমের পানি ও সাফা মারওয়ার সাঈ আরাফায় অবস্থান মুযদালিফায় অবস্থান মিনায় অবস্থান জামরায় কঙ্কর নিক্ষেপ নবম অধ্যায় : মক্কার পবিত্র ও ঐতিহাসিক স্থানসমূহ অনুচ্ছেদ ১৫ টি হজ-উমরার পবিত্র স্থানসমূহের পরিচিতি : কা‘বাঘর মাকামে ইবরাহীম মাতাফ সাফা মারওয়া মাস‘আ আল-মসজিদুল হারাম হারামের সীমানা মক্কার ঐতিহাসিক স্থানসমূহ - হেরা পাহাড় নবীজীর জন্মস্থান গারে ছাওর আবূ কুবাইস ও আজইয়াদ পাহাড় দারুন নাদওয়া নহরে যোবায়দা যী-তুয়া দশম অধ্যায়: বাংলাদেশ থেকে হজের সফর : প্রয়োজনীয় দিকনির্দেশনা অনুচ্ছেদ ৭ টি সরকারী ব্যবস্থাপনায় হজ সম্পাদন বেসরকারী ব্যবস্থাপনায় হজ সম্পাদন হজ যাত্রীদের করণীয় ঢাকা হজ ক্যাম্পে জেদ্দা বিমান বন্দরে মক্কা ও মদীনায় মিনা, আরাফা ও মুযদালিফায় পরিশিষ্ট অনুচ্ছেদ ২৪ টি এক নজরে হজ-উমরা এক নজরে তামাত্তু হজ এক নজরে কিরান হজ এক নজরে ইফরাদ হজ তওয়াফের সময় রুকনে ইয়ামানী থেকে হজরে আসওয়াদ পর্যন্ত পড়ার বিশেষ দো‘আ আরাফা দিবসের বিশেষ দো‘আ কুরআনের নির্বাচিত দো‘আ হাদীসের নির্বাচিত দো‘আ হজ-উমরা বিষয়ক আরবী পরিভাষাসমূহ হজের সফরে প্রয়োজনীয় আরবী শব্দসমূহ - খাদ্য ও পানীয় মসলা জাতীয় তরি তরকারী ফল জাতীয় দিক, সময় ও দিনের নাম পেশা ও চিকিৎসা সম্পর্কিত সর্বনাম ব্যবহারিক দ্রব্যাদি আত্মীয়-স্বজন ক্রিয়াকর্ম, প্রশ্নবোধক ও বাক্যাংশ ভ্রমণ সংক্রান্ত হোটেল-রেস্টুরেন্ট গণনা পোশাক জাতীয় কিছু কথোপকথন