৫১৯৪

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ

৫১৯৪-[৪০] কা’ব ইবনু ইয়ায (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা.) -কে বলতে শুনেছি, [রাসূল (সা.) বলেছেন] প্রত্যেক উম্মতের জন্য কোন একটি ফিতনাহ্ (পরীক্ষামূলক বিষয়) রয়েছে। আর আমার উম্মতের ফিতনাহ্ হলো সম্পদ। (তিরমিযী)

اَلْفصْلُ الثَّنِفْ

وَعَن كَعْب بن عِياضٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ لِكُلِّ أُمَّةٍ فِتْنَةً وَفِتْنَةُ أُمتي المالُ» . رَوَاهُ التِّرْمِذِيّ

اسنادہ صحیح ، رواہ الترمذی (2336 وقال : حسن صحیح غریب) ۔
(صَحِيح)

وعن كعب بن عياض قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان لكل امة فتنة وفتنة امتي المال رواه الترمذياسنادہ صحیح رواہ الترمذی 2336 وقال حسن صحیح غریب ۔صحيح

ব্যাখ্যা : ফিতনাহ দ্বারা উদ্দেশ্য যা মানুষকে গোমরাহী ও পাপাচারে লিপ্ত করে। আর সম্পদ এজন্য ফিতনাহ্ যে, তা মানুষকে দুনিয়াবী সকল আশা-আকাঙ্ক্ষা পূরণে সাহায্য করে, পক্ষান্তরে তা মানুষকে পরকালীন পূর্ণতা অর্জনে বাধা হয়ে দাঁড়ায়। (মিরকাতুল মাফাতীহ) 


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ কা’ব ইবনে ইয়ায (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-২৬: মন-গলানো উপদেশমালা (كتاب الرقَاق)