৯৯

পরিচ্ছেদঃ ১২. চামড়া প্রক্রিয়াজাত করা

৯৯(৬). ইবনে সায়েদ (রহঃ) ... আয-যুহরী (রহঃ) থেকে এই সনদে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এর মাংসই কেবল তোমাদের জন্য হারাম করা হয়েছে এবং এর চামড়ার ব্যবহারের বেলায় তোমাদের অনুমতি দেয়া হয়েছে। এই সনদসূত্রগুলো সহীহ।

بَابُ الدِّبَاغِ

ثَنَا ابْنُ صَاعِدٍ ، نَا هِلَالُ بْنُ الْعَلَاءِ ، نَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ ، نَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو ، عَنْ إِسْحَاقَ بْنِ رَاشِدٍ ، عَنِ الزُّهْرِيِّ بِهَذَا ، وَقَالَ : " إِنَّمَا حَرُمَ عَلَيْكُمْ لَحْمُهَا ، وَرُخِّصَ لَكُمْ فِي مَسْكِهَا " . هَذِهِ أَسَانِيدُ صِحَاحٌ

ثنا ابن صاعد نا هلال بن العلاء نا عبد الله بن جعفر نا عبيد الله بن عمرو عن اسحاق بن راشد عن الزهري بهذا وقال انما حرم عليكم لحمها ورخص لكم في مسكها هذه اسانيد صحاح

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)