পরিচ্ছেদঃ ৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বসা, ঘুমানো ও চলাফেরা করা
৪৭২৩-[১৭] আবূ সা’ঈদ আল খুদরী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উত্তম মাজলিস তাই যা প্রশস্ত জায়গায় অনুষ্ঠিত হয়। (আবূ দাঊদ)[1]
وَعَنْ
أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُ الْمَجَالِسِ أَوْسَعُهَا» . رَوَاهُ أَبُو دَاوُدَ
وعن
ابي سعيد الخدري قال: قال رسول الله صلى الله عليه وسلم: «خير المجالس اوسعها» . رواه ابو داود
[1] সহীহ : আবূ দাঊদ ৪৮২০, সিলসিলাতুস্ সহীহাহ্ ৮৩০, সহীহুল জামি‘ ৩২৮৫, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৩০৭৪, সহীহ আল আদাবুল মুফরাদ ৮৭০, আল মুসতাদরাক ৭৭০৫, আল মু‘জামুল আওসাত্ব ৮৩৬, শু‘আবুল ঈমান ৮২৪০, মুসনাদে আহমাদ ১১১৫৩।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ সা’ঈদ খুদরী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-২৫: শিষ্টাচার (كتاب الآداب)