২২৬০

পরিচ্ছেদঃ জমি জবর-দখল

(২২৬০) ইবনে উমার (রাঃ) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অর্ধহাত পরিমাণও জমি নাহক জবর-দখল (আত্মসাৎ) করবে সে ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ঐ জমির সাত তবক পর্যন্ত নিচে ধসিয়ে দেবেন।

عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ النَّبِـيُّ ﷺ مَنْ أَخَذَ شَـيْـئًـا مِنَ الْأَرْضِ بِـغَـيْرِ حَـقِّـهِ خُسِفَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ إِلٰـى سَبْـعِ أَرَضِينَ

عن ابن عمر قال قال النبي ﷺ من اخذ شيىا من الارض بغير حقه خسف به يوم القيامة الى سبع ارضين

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২২/ নিষিদ্ধ কার্যাবলী