পরিচ্ছেদঃ ১৩৪/ হায়যের পর গোসল করা প্রসঙ্গে
২০৮। কুতায়বা (রহঃ) থেকে অন্য হাদীস বর্ণিত হয়েছে। তাতে তিনি জাফরের* নাম উল্লেখ করেননি।
أَخْبَرَنَا قُتَيْبَةُ، مَرَّةً أُخْرَى وَلَمْ يَذْكُرْ جَعْفَرًا
اخبرنا قتيبة، مرة اخرى ولم يذكر جعفرا
* জাফর পূর্বোক্ত রিওওয়াতের সনদের একজন রাবী।