পরিচ্ছেদঃ

৯। আমি প্রত্যেক পরহেজগার (সংযমী) ব্যাক্তির দাদা।

হাদীসটির কোন ভিত্তি নাই।

হাফিয সুয়ূতীকে এটি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেনঃ আমি এ হাদীসটি চিনি না। তিনি এ কথাটি তার “আল-হাবী লিল ফাতাওয়া” গ্রন্থে (২/৮৯) বলেছেন।

أنا جد كل تقي
لا أصل له

-

سئل عنه الحافظ السيوطي فقال: لا أعرفه ذكره في كتابه " الحاوي للفتاوي " (2 / 89)

انا جد كل تقي لا اصل لهسىل عنه الحافظ السيوطي فقال لا اعرفه ذكره في كتابه الحاوي للفتاوي 2 89

হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ
যঈফ ও জাল হাদিস
১/ বিবিধ