৩৭০

পরিচ্ছেদঃ ৫/৩৮. সূর্য অস্ত যাওয়ার সময় মাগরিবের সালাতের প্রথম ওয়াক্ত হওয়ার বর্ণনা।

৩৭০. সালামাহ (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেন, সূর্য পর্দার আড়ালে ঢাকা পড়ে যাওয়ার সাথে সাথেই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে মাগরিবের সালাত আদায় করতাম।

بيان أن أول وقت المغرب عند غروب الشمس

حَدِيْثُ سَلَمَةَ قَالَ كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ ﷺ الْمَغْرِبَ إِذَا تَوَارَتْ بِالْحِجَابِ

حديث سلمة قال كنا نصلي مع النبي ﷺ المغرب اذا توارت بالحجاب

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
৫/ মাসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা (كتاب المساجد ومواضع الصلاة)