১৮৬৬

পরিচ্ছেদঃ ৩৭০ : দাজ্জাল ও কিয়ামতের নিদর্শনাবলী সম্পর্কে

৫০/১৮৬৬। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’জ্বর জাহান্নামের তীব্র উত্তাপের অংশ বিশেষ। অতএব তোমরা তা পানি দ্বারা ঠাণ্ডা কর।’’ (বুখারী-মুসলিম) [1]

(370) بَابُ اَحَادِيْثِ الدَّجَّالِ وَاَشْرَاطِ السَّاعَةِ وَغَىْرِهَا

وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا : أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، قَالَ: «الحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ فَأَبْرِدُوهَا بِالمَاءِ». متفق عَلَيْهِ

وعن عاىشة رضي الله عنها ان النبي صلى الله عليه وسلم قال الحمى من فيح جهنم فابردوها بالماء متفق عليه

(370) Chapter: Ahadith about Dajjal and Portents of the Hour


'Aishah (May Allah be pleased with her) said:
The Prophet (ﷺ) said, "Fever comes from the vehement raging of Hell, so cool it with water."

[Al-Bukhari and Muslim].

Commentary: The treatment mentioned in the narration is quite correct. In many cases doctors also suggest that the patient should be cooled and the body temperature lowered by cold compress, i.e., placing cloth dipped in cold water on the body.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
১৮/ বিবিধ চিত্তকর্ষী হাদিসসমূহ (كتاب المنثورات والملح)