১৩৩৪

পরিচ্ছেদঃ ৩৬/৩৪. মু’মিন খায় এক পেটে, কাফির খায় সাত পেটে।

১৩৩৪. ইবনু ’উমার (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মু’মিন এক পেটে খায় আর কাফির অথবা মুনাফিক সাত পেটে খায়।

المؤمن يأكل في معى واحد، والكافر يأكل في سبعة أمعاء

حديث ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ الْمُؤْمِنَ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ، وَإِنَّ الْكَافِرَ أَوِ الْمُنَافِقَ يَأْكُلُ فِي سَبْعِةِ أَمْعَاءٍ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ