১৫২৬

পরিচ্ছেদঃ ৮১. কোন ওজর বা অসুবিধা না থাকলে মসজিদ সংলগ্ন বাড়ি-ঘরের লোকজনকে মসজিদে এসে নামায পড়তে উৎসাহিত করা

১৫২৬(৫). ইবনে মুবাশশির (রহঃ) ... শো’বা (রহঃ) থেকে তার সনদে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। আশ-শায়েখ (রহঃ) বলেন, হুশায়েম (রহঃ) এই হাদীস মারফুরূপে বর্ণনা করেছেন। কিরাদ হলেন বসরাবাসীদের শায়েখ। তিনি অজ্ঞাত রাবী।

بَابُ الْحَثِّ لِجَارِ الْمَسْجِدِ عَلَى الصَّلَاةِ فِيهِ إلََّا مِنْ عُذْرٍ

حَدَّثَنَا ابْنُ مُبَشِّرٍ وَآخَرُونَ قَالُوا : نَا عَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ ، ثَنَا قُرَادٌ عَنْ شُعْبَةَ بِإِسْنَادِهِ نَحْوَهُ. قَالَ الشَّيْخُ : رَفَعَهُ هُشَيْمٌ . وَقُرَادٌ شَيْخٌ مِنَ الْبَصْرِيِّينَ مَجْهُولٌ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ শু'বা (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ